“ঘরে থাকা সিসি ক্যামেরা দেখে শহীদুল দোকানে ছুটে আসেন। তাকে দেখে গুলি চালায় অস্ত্রধারীরা।”
Published : 26 Apr 2025, 06:59 PM
ছুটিতে বাড়িতে এসে চট্টগ্রামে ‘ডাকাতের’ গুলিতে এক সেনা সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
হাটহাজারী পৌরসভার মেখল সড়কে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহত সেনা সদস্যের নাম শহীদুল ইসলাম (২৮)। তিনি সিলেটে কর্মরত।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেখল সড়কেই শহীদুলের বাড়ি।
“বাড়ির কাছে তাদের পারিবারিক একটি মুদি দোকান আছে। পাশাপাশি তারা মোবাইল ব্যাংকিং বিকাশের পরিবেশক। দোকানটি তার ভাইয়েরা চালান।”
তারেক আজিজ বলেন, “রাত ৩টার দিকে অটোরিকশায় আসা চার অস্ত্রধারী দোকানে ঢুকে টাকা নেওয়ার চেষ্টা করে। বিষয়টি ঘরে থাকা সিসি ক্যামেরায় দেখে শহীদুল দোকানে ছুটে যান। তখন অস্ত্রধারীরা তাকে উদ্দেশ করে গুলি করে এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “দোকান মালিক ১৭ থেকে ১৮ লাখ টাকা লুট হওয়ার কথা বলেছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”
আহত সেনা সদস্য শহীদুল সিলেটে কর্মরত। ছুটিতে তিনি চট্টগ্রামে বাড়িতে এসেছিলেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।