ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৯টিতে একমত জেএসডি।
Published : 27 Apr 2025, 06:42 PM
রাষ্ট্র বিনির্মাণে কাঠামোগত সস্কারকে ‘অনিবার্য’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে তিনি বলেছেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে রাষ্ট্রের বিনির্মাণ সম্ভব নয়।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ হলে সেটি আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
স্বপন বলেন, “শাসন ব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে মানুষ হত্যা করেছিলেন, মানুষের অধিকার ও সম্পদ লুণ্ঠন করেছিলেন, আয়ানঘর প্রতিষ্ঠাসহ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছিলেন, সেটা পুর্নবিন্যাস ছাড়া নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরনো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে৷”
জুলাই সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর মন্তব্য করে স্বপন বলেন, “এটা তৈরির জন্য যে কাজগুলো হয়েছে, তা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।
“আমরা যেটুকু ঐকমত্য তৈরি করব, সেটি হবেই। কিন্তু আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করবার ক্ষেত্রে সহায়তা নিতে পারবে।”
রাজনৈতিক দলগুলোর ‘নূন্যতম ঐকমত্যের’ ভিত্তিতে জাতীয় সনদ করা দরকার বলে মনে করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
জেএসডি জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৯টিতে একমত, ১৭টিতে দ্বিমত, ২৭টিতে আংশিকভাবে একমত এবং তিনটিতে মতামত নেই বলে লিখিতভাবে জানিয়েছে।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন।
পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছিল ঐকমত্য কমিশন। এরপর সেই মতামত ধরে সংশ্লিষ্ট দলের সঙ্গে সংলাপ করছে কমিশন।
সেই ধারাবাহিকতায় রোববার জাতীয় সংসদের এলডি হলে জেএসডির সঙ্গে সংলাপে বসে কমিশন। এতে অংশগ্রহণ করেন জেএসডির ৮ নেতা।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহসভাপতি তানিয়া রব, সিরাজ মিয়া, সানোয়ার হোসেন তালুকদার, কে এম জাবির, তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে।