পোল্যান্ডের এই নাগরিকের মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও, শরীরে রক্ত পাওয়া গেছে।
Published : 04 Mar 2024, 04:15 PM
চট্টগ্রাম শহরের আবাসিক হোটেল থেকে এক বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, সোমবার বেলা ১২টার দিকে নগরির জিইসি মোড়ে চার তারকা মানের হোটেল ‘পেনিনসুলা’র ৯০৫ নম্বর কক্ষ থেকে ডিজ লে মাইকেলের লাশ উদ্ধার করা হয়; যার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৫৮ বছর বয়সী পোল্যান্ডের নাগরিক মাইকেল চট্টগ্রাম ইপিজেডের ক্যান্টপার্ক গার্মেন্টসে একটি বিদেশি বাইং হাউজের পক্ষে কোয়ালিটি কন্ট্রোলের কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা বলেন, “হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও শরীরে রক্ত পাওয়া গেছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
পুলিশ এই ঘটনা তদন্তে কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।