বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জানান, আগুন লাগার পর জনতা কোল্ড স্টোরেজ থেকে গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের মাঝিরঘাটের একটি কোল্ড স্টোরেজ থেকে ২৫ টন জাটকা জব্দ করে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, শনিবার রাতে মাঝিরঘাটে ‘এ কে খান কোল্ড স্টোরেজে’ অভিযান চালিয়ে ২৫ টন জাটকা জব্দ করা হয়।
“ওই সময় কোল্ড স্টোরেজের ম্যানেজার চন্দন দে আটক করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”
উদ্ধার করা জাটকার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা জানিয়ে প্রতীক দত্ত বলেন, বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা ধরা ও সংরক্ষণ নিষিদ্ধ। সে কারণে সংরক্ষণকৃত এসব জাটকা জব্দ করা হয়েছে।
জব্দ করা জাটকা সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা ১১টি প্রতিষ্ঠান, নয়টি মাদ্রাসা, এতিমখানা, তিনটি মন্দির ও স্থানীয় দরিদ্র শ্রমিকদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতীক দত্ত।