চট্টগ্রামে যুবক খুন: নিহতের ’২ বন্ধু’ গ্রেপ্তার

নগরীর খাজা রোডে সোমবার ছুরিকাঘাতে এক যুবক নিহত হন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2022, 01:38 PM
Updated : 2 Nov 2022, 01:38 PM

চট্টগ্রামে এক দিন আগে ছুরিকাঘাতে যুবককে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘ত্রিভুজ’ প্রেমের জেরে বন্ধুরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

জেলার আনোয়ারা উপজেলা থেকে মঙ্গলবার রাতে মো. গোলাম কাদের হৃদয় (১৯) ও মো. সাকিবকে (২১) গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খাজা রোড ঘাটকূল স্লুইস গেটের কাছে রাকিবুল ইসলাম (২০) নামের ওই যুবক নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নোবেল চাকমা বলেন, রাকিবুল, হুদয়, সাকিব পরষ্পর বন্ধু। এক মেয়ের সঙ্গে প্রেমকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। এর জেরেই হৃদয় ও সাকিব রাকিবুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান, হত্যাকান্ডে হৃদয় ও সাকিবসহ পাঁচজন অংশ নিয়েছিল। ঘটনার পরপর হৃদয় ও সাকিব পালিয়ে আনোয়ারা উপজেলায় চলে যায়, যেখানে সাকিবের গ্রামের বাড়ি। সেখান থেকে তারা চন্দনাইশ উপজেলায় তাদের পূর্ব পরিচিত এক অটোরিকশা চালকের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। সেখানে ছুরিটি রেখে পুনরায় আনোয়ারা চলে যায়।

রাকিবুলের বাবা হৃদয় ও সাকিবের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান তিনি; ওই মামলায়ই তাদের গেপ্তার করা হয়েছে।

পুরনো খবর

Also Read: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন