রোববার সকালে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টারে এক শিশুর মৃত্যুর পর চিকিৎসককে পেটায় তার স্বজনরা।
Published : 15 Apr 2024, 04:12 PM
চট্টগ্রামে চিকিৎসক পেটানোর অভিযোগে করা মামলায় প্রধান সন্দেহভাজনসহ ছয় জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. আখতারুজ্জামান। এরপর তাদেরকে আদালতে পাঠানো হয়।
রোববার সকালে নগরীর ওআর নিজাম রোডের মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর করা হয়। তিনি এনআইসিইউর কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতালের ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে এক বছর বয়সী একটি শিশুকে হাসাতালে ভর্তি করা হয়। সে শ্বাসকষ্টে ভুগছিল।
রাতে পিআইসিইউতে রাখার পর সকালে ওই শিশুকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়। সকাল ৯টা ৫০মিনিটের দিকে শিশুটির মৃত্যু হয়।
বেলা ১১টার দিকে শিশুটির বাবা লোকজন জড়ো করে এনআইসিইউর সামনে চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর শুরু করেন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউয়ে ভর্তি করা হয়।
এই ঘটনায় শিশুটির বাবার নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮-২০ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
হাসপাতালে শিশুর মৃত্যু, চিকিৎসককে পিটিয়ে আইসিইউতে পাঠাল স্বজনরা
চট্টগ্রামে চিকিৎসক পেটানোর ঘটনায় কর্মবরিতির হুঁশিয়ারি বিএমএ-এর