চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজার জেলার এবার মোট এক লাখ ২৫ হাজার ১৪৭ জনের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
Published : 15 Feb 2024, 06:26 PM
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আট শতাধিক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজার জেলার মোট এক লাখ ২৫ হাজার ১৪৭ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তাদের মধ্যে ৮০৯ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, পাঁচ জেলায় ২১৯টি কেন্দ্রের অধীনে এ বছরের এসএসসি পরীক্ষা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১২৮টি, কক্সবাজারে ৩১টি, রাঙামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ২৪টি ও বান্দরবানে ১৫টি কেন্দ্র আছে।
মিয়ানমারে যুদ্ধের জেরে দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি থাকায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি এবার বাতিল করা হয়েছে।
ওই কেন্দ্রে যাদের এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা নেওয়া হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
চট্টগ্রাম জেলায় ৮৮ হাজার ৫৬২ জনের অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৮৮ হাজার ৪৩ জন। কক্সবাজারে ১৮ হাজার ৯৪৮ জনের মধ্যে ১৪৬ জন, রাঙামাটিতে ৬ হাজার ১৯৬ জনের মধ্যে ৪০ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩১১ জনের মধ্যে ৬৮ জন এবং বান্দরবানে চার হাজার ১৩০ জনের মধ্যে ৩৬ জন পরীক্ষায় অংশ নেননি।
বোর্ড সচিব নারায়ণ বলেন, “পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনাও ঘটেনি।”