জহুর হকার্স মার্কেটের প্রতি দোকানে ৩ দিনের মধ্যে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপনের নির্দেশ।
Published : 26 Dec 2022, 11:09 PM
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বন্দর নগরীর জহুর হকার্স মার্কেট ও আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, জামশেদ আলম রানা ও প্রতীক দত্ত অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন।
জহুর হকার্স মার্কেটে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, মার্কেটটির সিনেমা প্যালেস প্রান্ত থেকে নিউ মার্কেট পর্যন্ত প্রায় ১২০০ দোকান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব দোকানের ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র নেই।
প্রতি দোকানে ৩ দিনের মধ্যে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ যন্ত্র স্থাপনে মার্কেট কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “মার্কেটের ফায়ার অ্যাসেম্বলি এলাকায় পার্কিং রাখায় কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।”
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নগরীর আগ্রাবাদ ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফায়ার সেফটি প্ল্যান না থাকা ও ফায়ার লাইসেন্সের মেয়াদ না থাকায় ইসলামী ব্যাংক হাসপাতালকে দুই লাখ এবং টেক সোদডাইস করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন।