প্রায় এক দশক ধরে তারাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে।
Published : 12 Dec 2022, 05:31 PM
চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোসলেম উদ্দিন আহমেদ ও মফিজুর রহমানকেই রাখলো আওয়ামী লীগ।
সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।
সভাপতি ও সাধারণ সম্পাদকই পরে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন বলে জানান তিনি।
২০০৫ সালের ২৩ জুলাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তখন সভাপতি ও সম্পাদক হয়েছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মোসলেম উদ্দিন আহমেদ।
এরপর ২০১২ সালের নভেম্বর মাসে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোসলেম উদ্দিনকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করেন।
এবারের সম্মেলনে এই দুজনকে পুনরায় সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।