কয়লার পরিবর্তে লাকড়ি, চট্টগ্রামে ইটভাটা মালিকদের জরিমানা

পাশের কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করায় আরেক ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:59 PM
Updated : 14 March 2023, 03:59 PM

কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার করায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ সময় ইট পোড়ানোর কাজে কয়লার বদলে লাকড়ি ব্যবহার করায় ফোর বিএম ব্রিকফিল্ডকে এক লাখ টাকা এবং সৈয়দ মক্কী ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

এছাড়া এইচবিএম ব্রিকফিল্ড নামে আরেক ভাটায় পাশের কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করায় মালিক মো. ইকবালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এদিন একই ভ্রাম্যমাণ আদালত উপজেলার চরতী ইউনিয়নে সাঙ্গু নদী থেকে ড্রেজিং করে উত্তোলন করা বালু অবৈধভাবে বিক্রির সময় সৈকত দাশ নামে একজনকে আটক করে। পরে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় একটি এক্সক্যাভেটর ও ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।