ভোটের আগে মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণ বিধি ভঙ্গের অভিযোগে এই মামলা করে নির্বাচন কমিশন।
Published : 18 Feb 2024, 02:26 PM
আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।
চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মো. সালাউদ্দিনের আদালতে রোববার হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী আবু সাঈদ রবি জানান।
আদালত বাচ্চুকে স্থায়ী জামিন দিয়েছে জানিয়ে আইনজীবী বলেন, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ মে তারিখ রাখা হয়েছে।
একই আদালত গত বৃহস্পতিবার মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ১৬ জানুয়ারি হওয়া এই মামলায় বৃহস্পতিবার ধার্য দিন ছিল। সেদিন তিনি শুনানিতে উপস্থিত হননি। পরে সময় আবেদন করা হলেও সেটি নিষ্পত্তি করা হয়নি।
সংসদ নির্বাচনে ভোটের আগে নিজ এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণ বিধি ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি তদন্ত করেছিল।
মনজুর আলমের অভিযোগ ছিল, “নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন বাচ্চু ২২ ডিসেম্বর জুমার নামাজের আগে চট্টগ্রাম-১০ আসনের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছেন। যা খুতবার আগে ইমাম সাহেব মুসল্লিদের অবহিত করেন।
“একইভাবে ২৪ ডিসেম্বর লালখান বাজারে তার নির্বাচনি কার্যালয়ে চট্টগ্রাম-১০ আসনের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন।”
মামলার এজাহারে বলা হয়, “এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির অনুসন্ধানে ২২ ডিসেম্বর মাদানি মসজিদে মহিউদ্দিন বাচ্চু উপস্থিত থেকে ২০-২৫টি মসজিদের অনুকূলে এক লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করেছে বলে জানতে পারে।
“এবং ২৩ ডিসেম্বর মধ্যম রামপুরায় নতুন বাজার জামে মসজিদে বাচ্চুর পক্ষে দেলোয়ার হোসেন খোকা ৫২ হাজার টাকা করে মসজিদ, মন্দির ও পেগোডার প্রতিনিধিদের অনুদানের চেক বিতরণ করেছে বলে জানতে পারে।”
মহিউদ্দিন বাচ্চু নিজে ও তার পক্ষে অন্য ব্যক্তি চেক বিতরণের ঘটনার ‘আংশিক সত্যতা’ পাওয়া গেছে বলে মামলার বাদীর ভাষ্য।
একজন প্রার্থী ও তার পক্ষে নির্বাচনের পূর্বে তার নির্বাচনি এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের অর্থ বিতরণ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৩ ধারার পরিপন্থি। কিন্তু ওই অভিযোগেই নির্বাচন কমিশন মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়।