আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গত দুই দিনে চট্টগ্রামে মোট ৪৩৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
Published : 07 Aug 2023, 05:46 PM
টানা বৃষ্টি আর জলজটে নাজেহাল চট্টগ্রাম নগরীর সব শিক্ষা-প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সরকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, “অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম আগামী মঙ্গলবার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।”
শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে।
অতি ভারি বৃষ্টিতে গত শুক্রার থেকে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়ক, স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিসযাত্রীরা গত দুদিন ধরে পথে বেরিয়ে পড়ছেন ভোগান্তিতে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গত দুই দিনে চট্টগ্রামে মোট ৪৩৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। কোথাও কোমর, কোথাও হাঁটুসমান পানিতে বন্দি হয়ে পড়া নগরীবাসী পড়েছেন বিশুদ্ধ পানি আর খাবারের কষ্টে।
দক্ষিণ আগ্রাবাদের বাসিন্দা সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল দুপুর থেকে এলাকায় পানি ঢুকছে। নিচতলার প্রায় পুরোটা পানির নিচে। পানির মোটর থেকে শুরু করে সবকিছু তলিয়ে গেছে। এখন খাবার পানির সংকটে আছি।”
নগরীর চকবাজার ফুলতল এলাকার বাসিন্দা রফিকুল আলম বলেন, “চারদিন ধরে আমরা পানিতে আটকা। শুরুতে দুইদিন বিকালে পানি কমেছিল একটু। গতকাল তাও কমেনি।
“এরমধ্যে কিভাবে আছি, ছেলেমেয়ে নিয়ে খাওয়া দাওয়া কিভাবে করছি, সেটা আমরাই শুধু জানি। এভাবে আর কতদিন? কষ্টেরও তো একটা সীমা আছে।”
এদিকে চট্টগ্রাম বিভাগে আগামী দুই দিনও ভারি বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনি ও রোববার নগরীর পাহাড়গুলো থেকে ৮০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।