চবির ‘বি’ ইউনিটে পাস করেছে ২৯.২৮%

এই ইউনিটে পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 04:22 PM
Updated : 23 May 2023, 04:22 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত 'বি' ইউনিটে ১২ হাজার ৩৫২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন; পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেইসবুক পেইজে এ ফলাফল প্রকাশ করা হয়।

এই ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৪০ নম্বর না পাওয়ায় ২৯ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএসহ সর্বোচ্চ নম্বর উঠেছে ১০২ দশমিক ২৫।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক হাজার ২২১ আসনের বিপরীতে টিকতে পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। বাতিল হওয়া ওএমআর শিট বাদে ৪২ হাজার ১৯০ জনের উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

আগামী বুধ ও বৃহস্পতিবার বি ১ ও ডি ১ নামে দুটি উপ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে।