Published : 25 Nov 2022, 09:33 PM
আবদুল হালিম দোভাষকে সভাপতি এবং প্রণব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম- এর নতুন কমিটি গঠিত হয়েছে।
‘জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন’ স্লোগানে শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
এদিন বিকালে কাউন্সিলরদের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের মোট ১৫ জন সদস্য নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক রীতা দত্ত।
এর আগে সকালে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন সম্মেলন উদ্বোধন করেন।
তিনি বলেন, “বোধন দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক বাংলাদেশে সংস্কৃতির সুস্থ বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছে। বোধনের হাত ধরে আমাদের নতুন প্রজন্ম সামাজিক মূল্যবোধ, দেশপ্রেম নিয়ে মানুষকে আলোকিত করবে।
“বোধন সম্মেলন সকল সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করার একটি পরিবেশ তৈরি হয়েছে। সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরিতে বোধনের এই অবদান অনন্য। আমি সারাদেশে বোধনের কথা জানাব।”
অনুষ্ঠানে ভাষা বিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, “বোধন চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সংগঠন। আবৃত্তিকাররা তাদের দৃঢ় কন্ঠে আমাদের সোচ্চার করেন, এ ক্ষেত্রে বোধন অগ্রগামী।”
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানজারুল মান্নান বলেন, “গণজাগরণ সৃষ্টিকারী সংগঠন বোধন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণের জন্য যেসব সংগঠন কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে বোধন অগ্রগামী ভূমিকা পালন করে।”
সম্মেলনটি বোধনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট রবিশংকর চক্রবর্তী, উপদেষ্টা মফিজুর রহমান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃণাল সরকার, অধ্যক্ষ রণজিৎ রক্ষিত এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঞ্চানন চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা পীযুষ বিশ্বাস, বোধনের প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বজিৎ দাস ভুলু, নাট্যজন প্রদীপ দেওয়ানজি, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি কামরুল হাসান বাদল, অধ্যাপক শিলা দাশগুপ্তা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সুচরিত দাশ খোকন, কবিতাশ্রম ঢাকা'র সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ ও লায়ন জাহাঙ্গীর মিয়াঁ।
অনুষ্ঠানে শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি ‘ছড়ানো ছিটানো ছড়া’ এবং বড়দের বিভাগের বৃন্দ আবৃত্তি ‘শিকলভাঙার গান’ পরিবেশিত হয়।