এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।
Published : 26 Nov 2023, 06:02 PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চ মাধ্যমিকে ১২টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে; আর তিনটি কলেজ থেকে কোন শিক্ষার্থীই পাস করেনি।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে ১২টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে; তিনটি কলেজ থেকে কেউ পাস করেনি।
পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সবাই।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৬ জন, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮৭ জন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ১১১ জন, সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৬ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫১ জন, পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
সাতাকানিয়া উপজেলার মীর্জাখিল হাই স্কুল অ্যান্ড কলেজ ১৩ জন এবং আনোয়ারা উপজেলার কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সবাই।
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে ১৪৪ জন, বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৪৯ জন, কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
বন্দর নগরীর একটি বেসরকারি কলেজসহ তিনটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান জানান, নগরীর চান্দগাঁও এলাকার ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১ জন পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুতোষ স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সাত জন করে পরীক্ষা দিয়ে কেউ পাস করেনি।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ লাখ ১ হাজার ৯৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবছর এই হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ।