চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে হাতাহাতি-চেয়ার ছোড়াছুড়ি

এই সমাবেশের মধ্য দিয়ে প্রায় সাড়ে চার বছর লালদীঘির মাঠে রাজনৈতিক কর্মসূচি ফিরল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 03:16 PM
Updated : 28 May 2023, 03:16 PM

চট্টগ্রামে লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার প্রাণনাশের হুমকির প্রতিবাদে রোববার বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ডাকে এই সমাবেশ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লালদীঘির মাঠে ঢোকার করার সময় বিকাল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আবার সাড়ে ৫টার দিকে মাঠের মাঝখানে অন্য দুটি পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

তবে আওয়ামী লীগ নেতারা এটাকে বড় কোনো ঘটনা হিসেবে দেখছেন না।

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল নিয়ে আসার পথে এক পক্ষের কয়েকজনের সাথে আরেকপক্ষের গায়ে লাগার ঘটনা ঘটে। এটা বড় কোনো ঘটনা নয়।”

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, “দুই-তিনটি চেয়ার ছোড়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কিছূই হয়নি।”

এদিকে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে জায়গায় উত্তীর্ণ করেছেন, এতে বিশ্ববাসী প্রশংসার বন্যায় আমাদের নেত্রীকে ভাসিয়েছেন। একটি অনুন্নত ও গরিব দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

“এটা হয়ত বা কোনো কোনো মহলের সহ্য হচ্ছে না। তাই তারা বিগত দিনে কম করে ২১ বার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়েছে। আল্লাহর রহমতে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে শেখ হাসিনা বেঁচে আছেন।”

ঐতিহাসিক লালদীঘির মাঠে আওয়ামী লীগের সমাবেশের মধ্য দিয়ে প্রায় সাড়ে চার বছর পরে রাজনৈতিক কর্মসূচি ফিরল। সর্বশেষ ২০১৮ সালের ১৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আওয়ামী লীগ জনসভা করেছিল।

রোববারের সমাবেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্র হবেই; তবে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে নিচিহ্ন করতে পারেনি, বরং যারা আওয়ামী লীগকে ধাক্কা দিতে চেয়েছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “আজকের এই জনসভায় সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের উপস্থিতির মাধ্যমে জানান দিতে চাই, কোনো শক্তি আওয়ামী লীগকে রুখতে পারবে না। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছে, তাদেরকেই কবরে যেতে হবে।”

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা সফর আলী, সংসদ সদস্য এম.এ লতিফ ও নোমান আল মাহমুদ।