কর্ণফুলী নদীতে জাহাজ থেকে ভোজ্য তেল ‘স্থানান্তর’, গ্রেপ্তার ৪

স্থনান্তর করা এক হাজার ২০০ লিটার অপরিশোধিত ভোজ্য তেল জব্দ করেছে নৌ পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 01:32 PM
Updated : 28 May 2023, 01:32 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি জাহাজ থেকে আরেক জাহাজে অপরিশোধিত ভোজ্য তেল ‘স্থানান্তরের’ সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, দুই জাহাজের যোগসাজশে তেল চুরি করছিল তারা।

কর্ণফুলী নদীর ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. রায়হান (২৩), বুলবুল আহম্মদ (২৫), মো. আব্দুল হক (৪২) ও ওয়াহিদুর নবী (৪৩)।

ওসি মো. একরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওটি এমটি-বুলবুল জাহাজ থেকে অপরিশোধিত ভোজ্য তেল এমভি ওশান ভিউ নামে আরেকটি জাহাজে স্থানান্তর করা হচ্ছিল।

“গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ওশান ভিউ জাহাজের সামনের ট্যাংক থেকে এক হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়।”

ওসি  জানান, এসব তেল এস আলম ভেজিটেবল ওয়েল মিলের আমদানি করা। দুই জাহাজের মাস্টারের যোগসাজশে এক তেলবাহী জাহাজ থেকে অন্য একটি জাহাজে সরিয়ে ফেলার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

রায়হান ও বুলবুলকে এমটি-বুলবুল জাহাজ থেকে এবং আব্দুল হক এবং ওয়াহিদুর নবীকে ওশান ভিউ জাহাজ থেকে গ্রেপ্তার করা হয়; তবে দুই জাহাজের মাস্টার পালিয়ে গেছে বলে জানান ওসি।