চট্টগ্রামে নিরাপত্তা প্রহরীকে খুনের ঘটনায় ‘জড়িত’ ৪ জন গ্রেপ্তার

প্রহরীর স্ত্রী চারজনের নাম উল্লেখ করে পাহাড়তলী থানায় মামলা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো
Published : 29 May 2023, 03:23 PM
Updated : 29 May 2023, 03:23 PM

চট্টগ্রামে ‘তুচ্ছ ঘটনায় বিতণ্ডার’ জেরে ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরীকে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সকালে রাঙামাটির কোতোয়ালি থানাধীন একটি আবাসিক হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়; পরে তাদের দেওয়া তথ্যে চট্টগ্রামের কদমতলী থেকে আরও একজনকে গ্রেপ্তারের কথা জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালকে মো. নুরুল আবছার।

গ্রেপ্তাররা হলেন- আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), মো. রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)।

চট্টগ্রামের হালিশহর নয়াবাজারে খোলা জায়গায় এক যুবককে ‘প্রস্রাব করতে নিষেধ করায়’ বিতণ্ডা হয়, তার জেরে রোববার ভোরে নিরাপত্তা প্রহরী আজাদুর রহমানকে (৩৫) ছুরিকঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় আজাদের স্ত্রী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পাহাড়তলী থানায় মামলা করেন।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের রাঙামাটির একটি আবাসিক হোটেলে অবস্থান করার কথা জানতে পারে র‌্যাব। পরে সোমবার অভিযান চালিয়ে তিনজনকে এবং তাদের দেওয়া তথ্যে নগরীর কদমতলী থেকে আবুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়।

তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা ‘স্বীকার করেছেন’ বলে র‌্যাবের ভাষ্য।

হত্যাকাণ্ডের পর পাহাড়তলী থানা পুলিশ বলেছিল, রাতে খোলা জায়গায় এক যুবককে প্রস্রাব করতে নিষেধ করায় আজাদের ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। তাতে যোগ দেন আজাদও। ভোরে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। পরে হাসপাতাল নেওয়ার পর তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

Also Read: রাতে বিতণ্ডা, ভোরে ছুরি মেরে প্রহরীকে খুন