গাজীপুরের একটি কারখানা থেকে তিনটি কভার্ড ভ্যানে করে ১০ হাজার ৯০টি শার্ট পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে।কিন্তু চালকরা সেগুলো বন্দরে নিয়ে যাননি।
Published : 18 Sep 2024, 10:22 PM
রপ্তানির জন্য গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে পাঠানোর পর নিখোঁজ হয়ে যাওয়া তিনটি কভার্ড ভ্যান ভর্তি ১০ হাজারের বেশি শার্ট উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন তিন চালক।
নগরীর পাঁচলাইশ থানা আতুরার ডিপো এলাকা থেকে মঙ্গলবার বিকালে কভার্ড ভ্যান তিনটি আটক করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।
তিন কভার্ডভ্যান চালক হলেন মো. মোশারফ, মো. আজাদ ও মো. গণি।
ওসি আরিফুর বলেন, গাজীপুরের ট্রপিক্যাল নিটেক্স বিডি নামে একটি কারখানায় শার্টগুলো তৈরি করা হয়। ১০ হাজার ৯০টি শার্ট রপ্তানির জন্য গত ১৪ সেপ্টেম্বর কারখানা থেকে তিনটি ছোট কভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়।
নির্দিষ্ট সময়ে চালানটি বন্দরে না পৌঁছার কথা জানিয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দেয়। এরপর পুলিশ জানতে পারে, কভার্ড ভ্যানগুলো বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় আছে।
“মঙ্গলবার কভার্ড ভ্যানগুলোকে আটক করার চেষ্টা করলে সেগুলো অক্সিজেন হয়ে পাঁচলাইশ আতুরার ডিপো এলাকার দিকে চলে যায়। পরে ধাওয়া দিয়ে সেগুলোকে আটক করা হয়।”
কভার্ড ভ্যান আটকের স্থানটি পাঁচলাইশ এলাকায় হওয়ায় সেখানে মামলা হয়েছে বলে জানান ওসি আরিফুর।