মুসলিমের পরিবার বলছে, চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেছে।
Published : 16 Sep 2024, 06:31 PM
চট্টগ্রামে ‘কথা কাটাকাটির’ জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
নগরীর মাইজপাড়া এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান।
তিনি বলেন, নিহত মো. মুসলিম উদ্দিন (৪২) ওই এলাকাতেই থাকতেন। রাতে একটি দোকানের সামনে কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তারা মুসলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় মুসলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মুসলিমের পরিবার বলছে, চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেছে।
বিষয়টি পুলিশও শুনেছে জানিয়ে ওসি সুলতান বলেন, “আমরা সেটা তদন্ত করে দেখছি। মুসলিমের পরিবার ময়নাতদন্তের পর লাশ বুঝে নিয়েছে। দাফন প্রক্রিয়া শেষ করে মামলা করার কথা বলেছে।”