৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে বক্করকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, সেখানে তার মৃত্যু হয়।
Published : 14 Oct 2023, 08:54 PM
চট্টগ্রামের চন্দনাইশে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত যুবকের নাম আবু বক্কর সেলিম (৩৫), সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। থাকতেন নগরীর বাকলিয়া এলাকায়।
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে চোর সন্দেহে স্থানীয় লোকজন বক্করকে পিটুনি দেয়। সকালে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে বক্করকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার পরপরই তার মৃত্যু হয়।
পরে স্বজনরা এসে বক্করের লাশ শনাক্ত করে জানিয়ে ওসি বলেন, “তার স্ত্রী জানিয়েছেন, বাকলিয়া এলাকায় তাদের বাসা। শুক্রবার রাত ১টা পর্যন্ত তিনি বাসায় ছিলেন। কিন্তু কখন তিনি চন্দনাইশ গেলেন, সে ব্যাপারে কিছু জানেন না।”
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ওবায়দুল।