পোশাক ও চাল-ডালের পাশাপাশি চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ প্রায় ২১ রকমের পণ্য সাজানো হয় বাজারে।
Published : 10 Oct 2024, 08:45 PM
দুর্গাপূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বী নিম্ন আয়ের মানুষেরা চট্টগ্রামে এক টাকা দিয়েই কিনলেন জামা-কাপড়সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
বৃহস্পতিবার বন্দর নগরীর জামালখানের একটি কমিউনিটি সেন্টারে ব্যতিক্রমী এই বাজার চালু করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এদিন পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড়, চাল-ডালসহ বিভিন্ন জিনিসপত্র কেনেন নিম্ন আয়ের মানুষেরা। জামালখানের ‘এক্সক্লুসিভ কনভেনশন সেন্টারে’ এ বাজারে পোশাক ও চাল-ডালের পাশাপাশি চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ প্রায় ২১ রকমের পণ্য সাজানো হয়।
এক টাকার বিনিময়ে পরিবারের দুইজনের নতুন কাপড় ও এবং পাঁচ ধরনের যেকোনো পণ্য কেনেন ক্রেতারা।
বাজারে কেনাকাটা করতে আসা বালা রানি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পূজার সময় এ ধরনের আয়োজন আমরা কল্পনা করিনি। এখান থেকে কিছু বাজার-সদাই করতে পেরেছি। নতুন কাপড়ও পেয়েছি।”
চট্টগ্রামের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হন এ বাজারের দোকানি।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বের অর্থনৈতিক মন্দার কারণে নিম্ন আয়ের লোকজনের জীবন বিপন্ন হয়ে উঠছে। আয়-ব্যয়ের হিসেব মিলাতে যেখানে কষ্ট হচ্ছে, সেখানে উৎসবগুলো তাদের কাছে এক প্রকার বিলাসিতা ও অসম্ভব ব্যাপার হয়ে উঠছে।
“এমন অনেকেই আছেন যারা নিজের তো দূরে থাক, পরিবারের শিশুদের জন্যও কিছু কিনতে পারছে না। তাদের জন্যেই মূলত আমাদের এই আয়োজন।”
প্রতিষ্ঠার পর থেকে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সেবামূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সমাজসেবায় অবদানের জন্য ২০২৩ সালে একুশে পদক পায় প্রতিষ্ঠানটি। ২০২২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে ব্রিটেনের ‘কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট’ পদকও পায়।