Published : 23 Dec 2024, 11:00 PM
চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে সাত খুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়।
সোমবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি করা হয়েছে। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব।
"কমিটিকে হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়, দায়দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌদুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ জন্য সময় দেওয়া হয়েছে পাঁচ কর্মদিবস।"
আলমগীর বলেন, চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোঝাই জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে লাইটার জাহাজ আল বাখেরা থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে আরও তিনজনকে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
জাহাজটিতে মাস্টারসহ মোট আটজন কর্মী থাকার তথ্য দিয়েছে মালিকপক্ষ।
জাহাজটির মালিক মাহবুব মোরশেদ বিপলু বলছেন, “রোববার রাত ৮টার পর জাহাজের মাস্টারের সঙ্গে শেষবার কথা হয়। তখনও সব ঠিক ছিল।
আরো পড়ুন
মালিক ফোনে জাহাজের কাউকে পাননি, অন্যরা গিয়ে দেখেন রক্তমাখা লাশ