ভালো ফল অর্জনকারীদের জন্য থাকছে স্কলারশিপ।
Published : 29 Apr 2024, 07:56 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে নগরীর জামাল খানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত লিখিত পরীক্ষার পরে উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হয়।
ভর্তিচ্ছুদের সিআইইউ ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এসময় বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. রুবেল সেনগুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সহকারী ডিন সার্মেন রড্রিক্স, স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আকতার, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।
যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফল করবে তাদের জন্য স্কলারশিপের সুযোগ থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।