প্রায় ১২ বছর ধরে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দিতেন ওই ব্যক্তি।
Published : 01 Apr 2023, 09:41 PM
উচ্চ মাধ্যমিক পাস করে দাঁতের ক্লিনিক খুলে চিকিৎসা দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নগরীর হালিশহর জি ব্লকে ‘সেতু ডেন্টাল ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ভুয়া চিকিৎসককে ছয় মাস কারাদণ্ড এবং এক লাখ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম মনিরুল ইসলাম; যিনি নিজেই ডেন্টাল ক্লিনিক খুলে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
প্রতীক দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রেসক্রিপশন প্যাডে মনিরুল নিজের নামের আগে ডাক্তার লিখে ডেন্টাল সার্জন হিসেবে পরিচয় দিতেন। প্রায় ১২ বছর ধরে চেম্বার খুলে রোগীদের চিকিৎসা দিতেন।
অভিযানে তার কাছ থেকে বিএমডিসি’র নিবন্ধন নম্বর দেখতে চাইলে তা দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি উচ্চ মাধ্যমিক পাস করে এ পেশায় যুক্ত হয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দি মেডিকেল প্রাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২’র অধীনে ছয় মাসের এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।