সকাল সাড়ে ৬টায় ডিসি হিলে এবং ৭টায় সিআরবি শিরীষ তলায় পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে।
Published : 13 Apr 2024, 04:49 PM
বাংলা নববর্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নেতিবাচক’ প্রচারণা থাকলেও কোনো ‘হুমকি’ নেই বলে মনে করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
তবে সবদিক বিবেচনায় নববর্ষ অনুষ্ঠানের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার বন্দর নগরীর পহেলা বৈশাখ আয়োজনের অন্যতম স্থান ডিসি হিল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তার আগে সিএমপি কমিশনার সিআরবি শিরীষ তলায়ও পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন স্থান পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, “নববর্ষ নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। তবে আমি বলতে চাই- আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। তবে যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলায় আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে।”
তিনি জানান, নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিন স্তরের নিরাপত্তা থাকবে। পর্যাপ্ত পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও থাকবে।
বন্দরনগরী চট্টগ্রামে মূলত দুইটি স্থানে বাংলা নববর্ষ উদযাপনের বড় অনুষ্ঠান হয়। এর একটি ডিসি হিলে এবং অপর দুইটির একটি সিআরবি শিরীষ তলায়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতেও পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়।
চার দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে বাংলা নববর্ষের অনুষ্ঠান আয়োজন করে আসছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’। আর সিআরবি শিরীষ তলায় ‘পহেলা বেশাখ উদযাপন পরিষদের ব্যানারে আলাদা আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৬টায় ডিসি হিলে এবং ৭টায় সিআরবি শিরীষ তলায় পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হবে।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।
সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার জন্য গত ৮ এপ্রিল আয়োজকদের সাথে নিরাপত্তা সমন্বয় সভায় অনুরোধ করেছিলেন সিএমপি কমিশনার।
শনিবার নিরাপত্তার প্রস্তুতি বিষয়ে সিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, “অতীতে নেয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় নিয়ে এবারও নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। পোশাকি ব্যবস্থা তো আছেই, সাদা পোশাকের ব্যবস্থাও প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের স্পেশালাইজড ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াতের সদস্যরা প্রস্তুত থাকবে।”
আয়োজকদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়ে নারী পুরুষের জন্য আলাদা প্রবেশের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।
মঙ্গল শোভাযাত্রায় ‘অপরিচিতদের’ মুখোশ নয়
সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, “যারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন, বিশেষ করে যারা মুখোশ ধারণ করবেন, তারা যেন আয়োজকদের পূর্ব পরিচিত থাকেন। তাহলে এটার সুযোগ নিয়ে কেউ অঘটন ঘটানোর মত পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না।”
দর্শকদের অতিরিক্ত কিছু বহন না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা অনুরোধ করছি, আপনারা যারা আসবেন খালি হাতে আসবেন। অতিরিক্ত কোনো ব্যাগ-পোটলা নিয়ে আসবেন না।”
নগরবাসীর সহযোগিতা এবং পুলিশের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে যে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে তাতে নববর্ষের দিনটি ভালো যাবে বলেও আশা নগর পুলিশ প্রধান কৃষ্ণপদ রায়ের।
ডিসি হিলের নববর্ষের অনুষ্ঠানের জন্য সকাল সাড়ে ৬টা থেকে চেরাগী পাহাড়, লাভলেইন, এনায়েত বাজার ও বোস ব্রাদার্স মোড় থেকে ডিসি হিলমুখী সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
এদিকে সিআরবি শিরীষ তলার আয়োজনের জন্য কাঠের বাংলো, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আটমাসিং মোড় থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে।
বর্ষবরণের অনুষ্ঠানে কেন সময়ের বিধিনিষেধ? ব্যাখ্যা দিলেন সিএমপি কমিশনার