ঝরনায় গোসল করতে গেলে পানির সঙ্গে ওপর থেকে পাথর পড়ে তার মৃত্যু হয়েছে, বলছে পুলিশ।
Published : 27 Sep 2024, 08:50 PM
চট্টগ্রামে ঝরনার পানির সঙ্গে ছুটে আসা পাথরের আঘাতে এক ব্যাংক কর্মকর্তার প্রাণ গেছে, আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খৈয়াছড়া ঝরনায় এ ঘটনা ঘটে বলে মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান।
মাহবুব হাসান (২৭) নামে ওই যুবক ঢাকার কারওয়ান বাজারে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। একই ঘটনায় আহত গাজী আহমেদ বিন (৩৫) নামে আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ের ছয় কর্মকর্তা খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। সেখানে গোসল করতে গেলে পানির সঙ্গে ছুটে আসা একটি বড় পাথরের আঘাতে ঘটনাস্থলে মাহবুব মারা যান।”
গুরুতর আহত অবস্থায় গাজী আহমেদকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।