স্কুলে যাবার পথে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা ব্রিজ থেকে ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় এ যুবকরা।
Published : 29 Jan 2025, 05:20 PM
চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্কুল ছাত্রীকে ‘অপহরণ’ করতে গিয়ে স্থানীয়দের ‘পিটুনির’ শিকার হয়েছে চার যুবক।
বুধবার উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো সড়কের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুই বান্ধবীসহ স্কুলে যাবার পথে দাঁতমারা ইউনিয়নের বালুটিলা ব্রিজ থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় ওই যুবকরা।
“অপর দুই ছাত্রী গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানায়, এরপর তিনি টেলিফোনে বিভিন্ন স্থানে জানিয়ে দেন যাতে স্কুল পোশাক পরিহিত কোন ছাত্রীকে নিয়ে প্রাইভেট কারে দেখা গেলে আটকানো হয়।”
ওসির ভাষ্য, “ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে শান্তিরহাট বাজারে স্থানীয় লোকজন প্রাইভেট কারটি আটকে ফেলে এবং চালকসহ গাড়িতে থাকা যুবকদের পিটুনি দেয়। এরপর পুলিশ তাদের উদ্ধার করে।
ওসি মাহবুবুল বলেন, “মারধরের শিকার যুবকদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। কেন তারা মেয়েটিকে গাড়িতে তুলে নিয়েছিল সেটি আমরা খতিয়ে দেখছি।”
আরও পড়ুন...
চট্টগ্রামে অপহৃত ৩ জন উদ্ধার, গ্রেপ্তার ৪
‘অপহরণের’ খবর ছড়িয়ে পড়া নারীর সন্ধান মিলল চট্টগ্রাম মেডিকেলের মনোরোগ বিভাগে