দুপুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
Published : 13 Apr 2024, 10:35 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাঙ্গুনিয়া উপজেলার শিলক বাজারে কর্ণফুলী নদীতে তারা নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিখোঁজ দুজন হলেন- সোহম বড়ুয়া (১০) ও আপন বড়ুয়া (৯)।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে সাড়ে ৫টার দিকে একজনের লাশ উদ্ধার করে।
অপরজনের সন্ধানে রোববার পুনরায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।