তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
Published : 25 Sep 2024, 04:08 PM
চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাঁশখালী উপজেলা থেকে।
বুধবার ভোরে বাহারছড়া ইউনিয়ন থেকে সাইফুল ইসলাম নামে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুল বাঁশখালীর বাহারছড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সাইফুল স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ অগাস্ট সরকার পতনের পর বিভিন্ন ঘটনায় লোহাগাড়া থানায় হওয়া দুইটি মামলার আসামি তিনি।
গত ৯ সেপ্টেম্বর লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় থেকে সাইফুল ইসলামকে স্থানীয় লোকজন আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে। ডিউটি অফিসারের কক্ষে অবস্থান করার সময় সাইফুল কৌশলে থানা থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় থানার ওসি রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম আমিরুল হককে প্রত্যাহার করা হয়েছিল।