হাজতখানা সংস্কারের কারণে ওই আসামিকে ডিউটি অফিসারের কক্ষে বসিয়ে রাখা হয়েছিল; পরে তিনি পালিয়ে যান।
Published : 09 Sep 2024, 05:55 PM
চট্টগ্রামে থানা থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
সোমবার লোহাগড়া থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান।
ওই চার পুলিশ সদস্য হলেন- লোহাগড়া থানার ওসি রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম আমিরুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে স্থানীয় লোকজন এক আসামিকে আটক করে পুলিশে দিয়েছিল। থানার হাজতখানা সংস্কারের কারণে ওই আসামিকে ডিউটি অফিসারের কক্ষে বসিয়ে রাখা হয়েছিল। পরে তিনি পালিয়ে যান।
“এ ঘটনায় ওসিসহ চারজনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও করা হয়েছে।”
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর লোহাগাড়া থানায় হওয়া দুটি মামলার আসামি ছিলেন সাইফুল ইসলাম। পুটিবিলা এলাকা থেকে কিছু লোকজন তাকে আটকের পর মারধরে করে পুলিশে সোপর্দ করে। পরে থানা হেফাজতে থাকাবস্থায় তিনি পালিয়ে যান।
এ ঘটনায় লোহাগড়া থানার ওসিকে প্রত্যাহারের পর নতুন ওসি হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশে সদ্য যোগদান করা পরিদর্শক আরিফুর রহমানকে পদায়ন করা হয়েছে।