বুদ্ধিজীবী হত্যাকারীদের তালিকা না হওয়া দুর্ভাগ্যজনক: নাছির

নিজ এলাকার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং ৭১ এর পরাজিত শক্তির এজেন্টদের নাম না জানাও দুর্ভাগ্যজনক, বলেন তিনি। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 12:23 PM
Updated : 14 Dec 2022, 12:23 PM

স্বাধীনতা যুদ্ধে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের তালিকা না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বুধবার দুপুরে পাহাড়তলী বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের একটি সরকারি তালিকা চূড়ান্ত করা যায়নি। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সকল জনপদে বুদ্ধিজীবীদের টার্গেট করে হানাদার পাকিস্তানী ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করেছে।

“আমাদের আরও একটি দুর্ভাগ্য যে, আমাদের নিজ নিজ এলাকায় কারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং ৭১ এর পরাজিত শক্তির এজেন্ট তাদের নামও আমরা জানি না। অথচ তাদের কাছে আমরা যারা মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী নামগুলো তৈরি করা আছে, সুযোগ পেলেই আমাদেরকে তারা সহজেই টার্গেট করতে পারে। কিন্তু এদের বিরুদ্ধে যখন জাতীয় ঐক্যের ডাক আসে, তখন আমরা তাদেরকে শনাক্ত করতে পারি না।"

সভায় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে তারা প্রকৃত অর্থে চরম মানবতাবিরোধী, তাদের বশংধররা এখনও আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামায়াতের আশ্রয় প্রশ্রয় পাচ্ছে।

“তাই সামগ্রিকভাবেই জাতি বিপদজ্জনক পরিস্থিতি ও পরিবেশের মধ্যদিয়ে একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করে যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত হয়ে চূড়ান্ত লড়াইয়ের শরিক হয়ে জাতিকে বিপদমুক্ত করতে হবে।”

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।

সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা সফর আলী বক্তব্য দেন।