গ্রেপ্তার মো. বাবুলের (৪৫) বাড়ি সিলেট জেলার বিয়ানি বাজারে। তিনি ‘ভবঘুরে’ বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই নুরে আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের বটতলী স্টেশন থেকে ট্রেনে ওঠেন ওই ছাত্রী। বগিতে তখন বহিরাগত এক লোক ঘুমাচ্ছিল, আরেকজন হাঁটাহাঁটি করছিল।
“সুযোগ বুঝে মো. বাবুল এক ছাত্রীর ওপর আক্রমণ করে। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ ও শিক্ষার্থীরা এসে বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।"
পরে বিকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাবুলের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাটল ট্রেনে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়ে তৃতীয় বর্ষের ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছেন।
“রেল পুলিশের সাথে যোগাযোগ রেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সাথে দেখছে।"