কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্তের হার ছাড়াল ৩০%
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 10:07 AM BdST Updated: 19 Jan 2022 10:07 AM BdST
-
ফাইল ছবি
চট্টগ্রাম জেলায় গত এক দিনে যারা করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করিয়েছেন, তাদের প্রতি দশজনের মধ্যে তিনজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৮৯ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এ রোগে মৃত্যু হয়েছে আরও একজনের।
সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, জেলার ১৬ ল্যাবের ১৪টিতে মোট তিন হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে ৮২৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। বাকি ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। যিনি মারা গেছেন, তার বাড়িও চট্টগ্রাম শহরে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট শুরুর পর আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আগের দিন মঙ্গলবার চট্টগ্রাম জেলায় ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সোমবার ৭৪২ জনের কোভিড পজিটিভ এসেছিল। রোববার শনাক্ত হয়েছিল ৫৫০ জন নতুন রোগী।
মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ সাত হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে এক হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
-
চট্টগ্রাম থেকে সরাসরি লিভারপুলের পথে প্রথম যাত্রায় ‘এমভি অ্যামো’
-
বাংলার সমৃদ্ধি: হাদিসুরের পরিবারকে ১০ লাখ টাকা দিল বিএমএমওএ
-
মসলার বাজারও চড়ছে
-
পুলিশের কবজি কাটা কবিরকে গ্রেপ্তার করা হয় গোলাগুলির পর: র্যাব
-
চট্টগ্রামে গাড়িচাপায় প্রাণ গেল পুলিশের
-
পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র্যাবের হাতে গ্রেপ্তার
-
গাফফার চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের শোক
-
চবিতে বসছে ‘জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন’
-
চট্টগ্রাম থেকে সরাসরি লিভারপুলের পথে প্রথম যাত্রায় ‘এমভি অ্যামো’
-
মসলার বাজারও চড়ছে
-
বাংলার সমৃদ্ধি: হাদিসুরের পরিবারকে ১০ লাখ টাকা দিল বিএমএমওএ
-
চট্টগ্রামে গাড়িচাপায় প্রাণ গেল পুলিশের
-
পুলিশের কবজি কাটা কবিরকে গ্রেপ্তার করা হয় গোলাগুলির পর: র্যাব
-
পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র্যাবের হাতে গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!