চট্টগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন এনিয়ে নবমবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন।
Published : 16 May 2021, 06:45 PM
নগরীর আন্দরকিল্লা ও পাঁচলাইশ এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তারের পর ১৮০ বোতল ফেন্সিডিল এবং সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধারের কথা জানায় পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- শহীদুল ইসলাম (৪২), বাবুল মজুমদার (৪৬) ও আব্দুল কাদের (৪৫)। কাদের এ নিয়ে নবম বার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে আন্দরকিল্লা নজির আহম্মদ সড়কের একটি বাসা থেকে শহীদুল ও বাবলুকে আটক করা হয়।
“এসময় তাদের তল্লাশি করে শহীদুলের কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩৩ বোতল ও বাবলুর প্যান্টের পকেট থেকে দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”
ওসি নেজাম জানান, জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিলগুলো কাদেরের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে জানান। এরপর পাঁচলাইশ থানার শুলকবহর আব্দুল হামিদ বাইলেইনে কাদেরের বাসায় অভিযান চালিয়ে আরও ১৪৫ বোতল ফেন্সিডিল এবং সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন গ্রেপ্তার করা হয় কাদেরকে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদেরের বিরুদ্ধে আটটি এবং বাবলুর বিরুদ্ধে দুটি মামলা আছে। এর আগেও কাদের আটবার এবং বাবলু দুই বার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
তিনি বলেন, “কাদের বিভিন্ন সময়ে গ্রেপ্তারের পর পুলিশের কাছে কাকুতি-মিনতি করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু কারাগার থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।”