সর্ট সার্কিট থেকে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
Published : 15 Apr 2025, 04:57 PM
চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া এলাকায় আগুনে ১৪টি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে নগরীর গোয়ালপাড়া এলাকার মালিপাড়ায় বসতঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য দিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস।
মালিপাড়ার এসব ঘর সিআরবি সংলগ্ন রেলওয়ের জায়গায় গড়ে ওঠা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সর্ট সার্কিট থেকে আগুন লাগার তথ্য দিয়ে তিনি বলেন, আগুনে সেখানকার চারটি আধাপাকা এবং ১০টি পাকা বসতঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।