রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানেল দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না
Published : 26 May 2024, 07:45 PM
ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানেল দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে জানিয়েছেন টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (টোল অ্যান্ড ট্র্যাফিক) তানভীর রিফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘুর্ণিঝড়ের কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে টানেল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমনিতেই টানেলে যানবাহন চলাচল কম ছিল।”
গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পর এ প্রথম টানেল বন্ধ রাখা হয়েছে বলেও জানান সহকারী ব্যবস্থাপক তানভীর।
আবহাওয়াবিদদের কাছ থেকে এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে যে ধারণা পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে রেমালের বর্তমান উত্তরমুখী গতিপথ ঠিক থাকলে এটি রোববার সন্ধ্যা ৬ থেকে রাত ১০টার দিকে বাংলাদেশের পটয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর দ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল উঠে আসতে পারে।
পটুয়াখালী থেকে চট্টগ্রাম বহু দূরের এলাকা হলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানেও ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সে জন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষ।