শীতকালীন ছুটি শেষের দুই কার্যদিবসের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
Published : 17 Dec 2024, 07:40 PM
চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে কর্তৃপক্ষের ‘নীতিগত সিদ্ধান্ত’ প্রজ্ঞাপন আকারে জারির দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে নগরীতে চারুকলা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীদের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনি বলেন, চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। প্রতিটা প্রশাসন তাদের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার আশ্বাস দিলেও পরে তারা ‘বরখেলাপ’ করেছে।
”এবারও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলেও মৌখিক কথায় আমরা বিশ্বাস রাখতে পারছি না।”
আগামী ২০ থেকে ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির পর দুই কার্যদিবসের মধ্যে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে ফিরিয়ে নেওযার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা না হলে কঠোর অন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট হাটহাজারীর মূল ক্যাম্পাসে হলেও চারুকলা ইনস্টিটিউট ২২ কিলোমিটার দূরে নগরীতে।
২০২২ সালে শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়লে ওই বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে মূল ক্যাম্পাসে ফেরার দাবি তোলেন শিক্ষার্থীরা।
মাঝে কয়েক দফা আন্দোলন ও দীর্ঘ বিরতির পর নতুন করে চারুকলার শিক্ষার্থীরা আন্দোলনে শুরু করেছেন গত ১০ ডিসেম্বর থেকে। সেদিন তারা চারুকলা ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।
টানা তিন দিনের আন্দোলনের পর গত ১২ ডিসেম্বর ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৈঠক শেষে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘নীতিগতভাবে একমত’ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) কামাল হোসেন।
এ বিষয়ে উপাচার্যের সম্মতি আছে এবং উদ্যোগ শুরু হয়েছে বলেও সেদিন তুলে ধরেন তিনি।
এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. শাহরিয়ার হাসান সোহেল ও নাফিসা তালুকদার সুচিঁ।
বর্তমান প্রশাসন ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধন্যবাদ দেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি করেন এ দুই শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সড়কে টায়ার জ্বালিয়ে চারুকলা শিক্ষার্থীদে
ফের আন্দোলনে চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সড়কে টায়ার জ্বালিয়ে চারুকলা শিক্ষার্থীদে
চবির চারুকলা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা
ফের আন্দোলনে চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীরা
অনশনের হুমকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীদের
চবির চারুকলার আন্দোলনকারীদের উপর 'ছাত্রলীগের' হামলা