আট বছর আগে এক হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
Published : 22 Aug 2023, 07:51 PM
চট্টগ্রামে ইয়াবাসহ ধরা পড়া এক দম্পতিকে পাঁচ বছর করে সাজা দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- খোরশেদ ওরফে সোহেল ও তার স্ত্রী নারগিস আকতার। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল ও নারগিস স্বামী-স্ত্রী। তাদের দুজনকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালত দুজনকেই পাঁচ বছর করে সাজা এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।”
মামলার নথি অনুযায়ী, নগরীর চকবাজার এলাকার বাসা থেকে ২০১৫ সালের ৬ মার্চ গ্রেপ্তার করা হয় এই দম্পতিকে। সেসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওই মামলায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর তাদের বিচার শুরু হয়।
মামলায় পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হলো।