রাত আড়াইটা নাগাদ জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
Published : 05 Oct 2024, 08:50 AM
পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আরেকটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের চার্লি অ্যাংকরেজের কাছে নোঙ্গর করা রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ এমটি বাংলার সৌরভে আগুন লাগে বলে কোস্টগার্ড জানিয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের বরাতে জানান, ক্রুড তেলবাহী জাহাজটির সামনের দিকে আগুন লাগে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এক কর্মকর্তা জানান, আগুন লাগার পর জাহাজের ক্যাপ্টেন ও অন্যান্য ক্রুরা সেখান থেকে নেমে গেছেন এবং বাংলার সৌরভ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব জানান, বহির্নোঙ্গরে অবস্থানরত বাংলার সৌরভের সামনের অংশে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের টাগশিপ বিসিজিটি প্রমত্ত, তিনটি মেটাল শার্ক নিয়ে চারটি দল কাজ করে।
কোস্টগার্ডের এক বার্তায় জানানো হয়েছে, ওই জাহাজের ৫০ ক্রুর মধ্যে ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
রাত আড়াইটা নাগাদ জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয় উল্লেখ করে বিএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহির্নোঙ্গরে জাহাজটিতে আগুন লাগে। সেখানে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না।”
কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তিনি দিতে পারেননি।
এর আগে গত সোমবার সকাল ১০ টা ৫৫ মিনিটে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসি মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।
বিএসসির মালিকানাধীন সচল সাতটি জাহাজের মধ্যে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি বন্দরের বহির্নোঙ্গর থেকে তেল লাইটারের কাজ করত। অপর পাঁচটি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত আছে।
১৯৮৭ সালে নির্মিত জাহাজ দুটি ডেনমার্ক থেকে কেনার পর বিএসসির বহরে যুক্ত হয়।
জাহাজ নির্মাণের সাথে যুক্তরা জানান, এ ধরণের জাহাজের লাইফটাইম ২০ থেকে ২৫ বছর হলেও ৩৬ বছরের বেশি সময় ধরে জাহাজ দুটি দিয়ে কাজ চালানো হচ্ছে।
এমটি বাংলার জ্যোতিতে আগুন: তিন লাশ উদ্ধার