আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
Published : 30 Sep 2024, 12:14 PM
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়ানো একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি'তে এই আগুন লাগে।
বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে।
কী কারণে জাহাজের কোন অংশে আগুন লেগেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙ্গর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল।
বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।