দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, তার আগেই তাদের মৃত্যু হয়।
Published : 15 Jan 2024, 02:11 PM
চট্টগ্রাম নগরীর কর্নেলহাট ও সীতাকুণ্ডের ভানুর বাজারে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, সোমবার সকালে সীতাকুণ্ডের ভানুর বাজার এলাকার, পোর্টলিংক কন্টেইনার ডিপোর ভেতরে কালমারের (কন্টেইনার পরিবহনে ব্যবহৃত বিশেষ গাড়ি) চাপায় মারা যান মো. সালাউদ্দিন (৫২) নামে এক শ্রমিক। তার বাড়ি নোয়াখালীতে।
আর চট্টগ্রাম নগরীতে সকাল পৌনে ৭টার দিকে কর্নেলহাট ওভারব্রিজের নিচে বাস চাপায় পরীজান বিবির (৬৫) মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ওয়াহিদ উল্লাহর স্ত্রী।
সালাউদ্দিনের ভাই গিয়াসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিপোর ভেতরে পেট্রোল পাম্পে কালমারে তেল ভরছিলেন সালাউদ্দিন। তেল ভরা শেষ হওয়ার পরপরই চালক কালমার স্টার্ট করে আগাতে থাকেন। সে সময় সালাউদ্দিন চাপা পড়েন।“
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, সালাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পরীজান বিবির নাতি মোহাম্মদ জায়েদ জানান, তার দাদি সুনামগঞ্জ থেকে চট্টগ্রামে এসেছিলেন তাদের বাসায় যাওয়ার জন্যই।
“কর্নেলহাটে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস দাদীকে চাপা দেয়।“
এসআই নুরুল আলম আশেক বলেন, বৃদ্ধা পরীজানকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।