বন্যায় ৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
Published : 16 Jul 2024, 05:53 PM
বন্যার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের স্থগিত হওয়া এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ১৩ অগাস্ট এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।
তিনি জানান, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আগের নির্ধারিত সময়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২ জুলাই রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। এতে কাচালং সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রায় ৩ থেকে ৫ ফুট পানি উঠে নিচ তলার শ্রেণি কক্ষ, মাঠ, অধ্যক্ষের বাসভবনসহ পুরো ক্যাম্পাস পানির নিচে চলে যায়। ওই পরিস্থিতিতে ৪ জুলাইয়ের এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
আরও পড়ুন:
বাঘাইছড়ির কাচালং কলেজ তলিয়ে অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষা
বাঘাইছড়ির কাচালং কলেজ কেন্দ্রের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত