২০২৩ সালের ১৪ জানুয়ারি রাবেয়াকে গলাকেটে খুন করেন জামিন।
Published : 10 Feb 2025, 06:54 PM
চট্টগ্রাম নগরীতে গলা কেটে স্ত্রীকে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রহমানের আদালত এ আদেশ দেয়।
আমৃত্যুর কারাদণ্ডের আদেশে দণ্ডিত হলেন- মো. জামিন (২৭)। তিনি কিশোরগঞ্জ জেলার করপাশ ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের শাহ আমিনের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মো. মোস্তফা (২৫) একই জেলার নিকলী থানার দামপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে তার বিরোধ ছিল। এ কারণে জামিন পরিকল্পনা করে তার স্ত্রীকে খুন করেন। এ কাজে তাকে সহায়তা করে রাবেয়ার বোনের স্বামী মোস্তফা।
“জামিনকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।”
সোমবার রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লকের বাসিন্দা রাবেয়ার সাথে জামিনের বিয়ে হয়। বিয়ের পর তারা চট্টগ্রামের হালিশহর থানার শিশুপল্লী এলাকায় থাকতেন।
এটি ছিল রাবেয়ার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার দুটি কন্যা সন্তান আছে। জামিনের সঙ্গে বিয়ের পর তাদের মধ্যে কলহ লেগেই ছিল। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
২০২৩ সালের ১০ জানুয়ারি এনজিও থেকে টাকা তুলে দেওয়ার জন্য রাবেয়াকে চাপ দেন জামিন। কলহের জেরে ১৪ জানুয়ারি রাবেয়াকে নিজ বাসায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন জামিন।
আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, “হত্যায় জামিনকে সহযোগিতা করেন রাবেয়ার ছোট বোনের স্বামী মোস্তফা। তারা পাশাপাশি বাসায় থাকতেন।”
ঘটনার পরপরই তারা পালিয়ে যান। ঘটনার পরদিন রাবেয়ার বাবা আবদুল মালেক হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২৩ সালের ১৬ জানুয়ারি জামিন ও মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।