“হাতিটি তাকে তাড়া করে পায়ে পিষ্ট করে মারে। একটি হাতি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘুরছে।”
Published : 12 Sep 2024, 01:40 PM
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে বড়উঠান ইউনিয়নের দৌলতপুরে বাজার থেকে ফেরার সময় নিজের বাড়ির উঠানে হাতির আক্রমণের শিকার হন ৫৫ বছর বয়সী মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া।
বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে ফাজিলেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন লুতু মিয়া। বাড়ির উঠানেই তিনি হাতির সামনে পড়ে যান।
“হাতিটি তাকে তাড়া করে পায়ে পিষ্ট করে মারে। একটি হাতি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘুরছে।”
হাতির আক্রমণে সম্প্রতি বড়উঠান ইউনিয়নের কয়েকজন আহত হয়েছেন জানিয়ে চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম দিদার বলেন, “হাতি থাকে কেইপিজেড এলাকায়। সেখান থেকে এই এলাকায় এসে বাড়িঘর ও ফসলের ক্ষতি করে। মানুষের উপর হামলা চালায়।”
তিনি জানান, হাতির পায়ে পিষ্ট হয়ে লুতু মিয়ার মৃত্যুর খবর শুনে রাতে পুলিশ এসেছিল। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।