চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Published : 17 Aug 2024, 07:51 PM
শাস্ত্রীয় সংগীতশিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ওস্তাদ মিহির লালা মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার সকালে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে ছেলে সুমন লালা জানিয়েছেন।
সুমন বলেন, “বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।”
বেলা সাড়ে ১১টায় নগরীর জেএম সেন হল মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান শেষে বলুয়ার দীঘি মহাশ্মশানে তাকে লালার শেষকৃত্য সম্পন্ন হয়।
শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী মিহির লালার সংগীত সাধনার ক্যারিয়ার পাঁচ দশকেরও বেশি সময়ের। তার হাতেখড়ি হয়েছিল ওস্তাদ আবু বক্কর সিদ্দিকীর হাতে। পরে আরো কয়েকজন প্রখ্যাত সংগীত গুরুর কাছে তালিম নেন।
১৯৪১ সালের ৪ জানুয়ারি কক্সবাজারে তার জন্ম হলেও বেড়ে ওঠেন চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়ার পোপাদিয়া গ্রামে। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক ছিলেন। ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমি তাকে বিশেষ শিল্পী সম্মাননা দিয়েছিল।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগীত শিক্ষাকেন্দ্র ‘আর্য্য সংগীত সমিতি’ ও 'সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠ’ এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
তার স্ত্রী জয়ন্তী লালা নজরুল সংগীত শিল্পী। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের।