পুলিশের ভাষ্য, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এবং মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
Published : 02 Feb 2025, 10:32 PM
চট্টগ্রাম নগরীতে দুই দিনে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী রয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে রোববার তিনটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় নগর পুলিশ। এসব বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় সদরঘাট থানার কর্ণফুলী নদীর তীর (নেভাল-২) থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ‘নিষিদ্ধ’ ঘোষিত ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যায় আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে আরও ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য দেয়া হয় নগর পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।