বাকি দুটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
Published : 20 Apr 2025, 08:47 PM
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের মধ্যে একটিকে উদ্ধার করা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানী ঢাকার শ্যামবাজার থেকে লেমুরটি উদ্ধার করা হয় বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন তওসীফ শেরপুরের সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামের বাসিন্দা। তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে শ্যামবাজার থেকে পুরুষ লেমুরটি উদ্ধার করা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ২৩ মার্চ পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়।
একটি লেমুর উদ্ধার করা হয়েছে। বাকি দুটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে জানতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা শারমীন আক্তারের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।