সভা শেষে নেতাকর্মীরা নিয়ে মুরাদপুর থেকে ওয়াসা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
Published : 17 Jul 2024, 09:34 PM
সাধারণ ছাত্রদের সামনে রেখে জামায়াত-শিবির চক্র মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
বুধবার বিকেলে নগরীর মুরাদপুরে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী জামায়ত-শিবির ও বিএনপি চক্র দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নগরীর মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেক্স চত্বরে এই প্রতিবাদ সমাবেশে মেয়র রেজাউল বলেন, “কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি অশুভ শক্তি বাংলার স্বাধীনতাকামী মানুষের সাথে লড়াই করে অতীতে সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
“সাধারণ ছাত্রসমাজ নিরীহ, তারা উচ্ছৃঙ্খল নয়। এদেরকে সামনে রেখে জামায়াত শিবির চক্র মাঠে নেমেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ধৈর্য ধারণ করে আছি এবং সজাগ দৃষ্টি রাখছি কখন স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবেলা করতে হবে, তখনই আমরা এর মোকাবেলা করব।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-ছাত্রীদের ভালোবাসেন, দেশকে ভালোবাসেন বলেই পিতা-মাতা-ভাই হারিয়েও বাংলার মানুষের মুখে হাসি ফোটানর জন্য নিজের জীবন বাজি রেখে শত বিপদের মধ্যে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।”
মঙ্গলবারের সংঘর্ষের বিষয়টি উল্লেখ করে মেয়র রেজাউল বলেন, “আমরা সজাগ দৃষ্টি রাখছি আমাদের ভাইদের যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, ছয় তলা থেকে ফেলে দিয়েছে, রগ কেটে দিয়েছে, মাথার খুলি বের করে দিয়েছে। এরা কারা এদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।”
নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুচ ছালাম, নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, আওয়ামী লীগ নেতা শফিক আদনান, মশিউর রহমান, চন্দন ধর প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীরা নিয়ে মুরাদপুর থেকে ওয়াসা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
আহতদের দেখতে হাসপাতালে রেজাউল-ইউনুছ
মঙ্গলবারের সংঘর্ষে আহত ছাত্রলীগের কর্মী, সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের দেখতে বুধবার হাসপাতালে যান মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
বুধবার সন্ধ্যায় নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড সিগমা ল্যাবে আহতদের দেখতে যান তিনি।
তারা চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।