কে এম এনামুল হক ২০০৯ সালের ১২ মার্চ থেকে কারাগারে ছিলেন।
Published : 16 Jan 2025, 11:22 PM
১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় আলাদা দুটি মামলায় খালাসের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জেলার মাসুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
১০ ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক ২০০৯ সালের ১২ মার্চ থেকে কারাগারে ছিলেন।
সাজার মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার মুক্তি পান উভয় মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমানও।
মাসুদ হাসান বলেন, “হাফিজুর উভয় মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার সাজার মেয়াদ শেষ হয়েছে।”
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে জব্দ করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয়।
তদন্তে দেখা যায়, চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফার জন্য’। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।
২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেয়। তাতে অস্ত্র চোরাচালান মামলায় এনামুল হকসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন বিচারক। আরেক মামলায় আসামিদের দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
গত বছরের ৫ অগাস্টের পট পরির্বতনের পর উচ্চ আদালতে আপিলের পর ১৮ ডিসেম্বর হাইকোর্ট এনামুল হকসহ ছয়জনকে মৃত্যুদণ্ডের বদলে খালাস দেয়। খালাস দেওয়া হয় অস্ত্র আইনের মামলাতেও।
অস্ত্র আইনের মামলায় হাফিজুর রহমান যাবজ্জীবন কারাদণ্ড হয়। মৃত্যুদণ্ড হয় চোরাচালানের মামলায়। উচ্চ আদালতের আদেশে অস্ত্র মামলায় যাবজ্জীবনের বদলে তাকে দেওয়া হয় ১০ বছর কারাদণ্ড। চোরাচালান মামলাতেও একই সাজা হয় তার।
আরও পড়ুন:
১০ ট্রাক অস্ত্র: অস্ত্র আইনের মামলাতেও বাবর খালাস, মুক্তিতে 'বাধা নেই'